ইউরোপীয় ফুটবলের শীর্ষ প্রতিযোগিতাটির এবারের আসর মাঠে গড়ানোর কথা ছিল গত জুন-জুলাইয়ে। কিন্তু বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এক বছর পিছিয়ে টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী বছরের জুন-জুলাইয়ে। এক বছর আগেই ২০ দলের গ্রুপ চূড়ান্ত হয়।
বৃহস্পতিবার উয়েফা নেশন্স লিগের পথ পেরিয়ে নিজ নিজ গ্রুপের প্লে-অফে জিতে মূল পর্বে উঠেছে হাঙ্গেরি, স্লোভাকিয়া, স্কটল্যান্ড ও নর্থ মেসিডোনিয়া। গ্রুপ অব ডেথ ‘এফ’ গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও চারবারের চ্যাম্পিয়ন জার্মানি।
রাশিয়া বিশ্বকাপের বাছাই পেরোতে ব্যর্থ ইতালি এবার পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের সঙ্গী তুরস্ক ওয়েলস ও সুইজারল্যান্ড। বি গ্রুপে আছে ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম ও রাশিয়া। গ্রুপ সি’তে আছে ইউক্রেন, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া ও নর্থ মেসিডোনিয়া।
ইউরোপের ১২ দেশের ১২টি শহরে হবে প্রতিযোগিতাটির ষোড়শ আসর। ছয় গ্রুপের প্রতিটিতে চারটি করে দল খেলবে।
ইউরো ২০২০-এর গ্রুপ
গ্রুপ এ: তুরস্ক, ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড
গ্রুপ বি: ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া
গ্রুপ সি: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, নর্থ মেসিডোনিয়া
গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, চেক রিপাবলিক
গ্রুপ ই: স্পেন, সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া
গ্রুপ এফ: হাঙ্গেরি, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি