ইতালির উত্তরাঞ্চলে মিলানের কাছে বৃহস্পতিবার একটি আঞ্চলিক ট্রেন লাইনচ্যুত হয়ে দু’জন নিহত ও ১০ জন গুরুতর আহত হয়েছে। জরুরি বিভাগ একথা জানিয়েছে।
মিলানে আঞ্চলিক জরুরি সংস্থার নারী কর্মকর্তা ক্রিস্টিনা কোরবেতা স্কাই টিজি২৪কে বলেন, এই দুর্ঘটনায় আরো প্রায় একশ’জন সামান্য আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে এই ঘটনার কারণ জানা সম্ভব হয়নি।