ডিএমপি নিউজ: ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যু বরণ করেছিলেন।
এক নজরে ইতিহাসের পাতায় ৬ সেপ্টেম্বর ঘটনাবলি:
১৬৫৭ – মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
১৭১৬ – বোস্টনে প্রথম বাতিঘর স্থাপিত হয়।
১৭৭৮ – হুগলীতে প্রথম বাংলা ছাপাখানা স্থাপন।
১৮৭৯ – লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন একচেঞ্জ স্থাপিত হয়।
১৮৮০ – ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু।
১৯০৫ – আটলান্টা জীবন বীমা কম্পানি প্রতিষ্ঠিত হয়।
১৯৬৫ – প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয়।
১৯৬৮ – দক্ষিণ আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ড বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৯৮ – বঙ্গবন্ধুকে ডায়াবেটিক সোসাইটির মরণোত্তর স্বর্ণপদক প্রদান, প্রথমবারের মতো স্বর্ণপদক প্রদান শুরু।
আজকে যাদের জন্ম:
১৮৭৬ – জন জেমস রিকার্ড ম্যাক্লিয়ড, স্কটিশ প্রাণরসায়নবিদ এবং শারীরতত্ত্ববিদ। (মৃ. ১৯৩৫)
১৮৮৯ – শরৎচন্দ্র বসু , বাঙালি জাতীয়তাবাদী, পেশায় ব্যারিস্টার এবং ভারতের স্বাধীনতা কর্মী।(মৃ.২০/০২/১৯৫০)
১৮৯২ – এডওয়ার্ড ভিক্টর অ্যাপলটন, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৬৫)
১৯০৬ – লুইস ফেদেরিকো লেলইর, আর্জেন্টিনীয় চিকিৎসক ও জৈবরসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৮৭)
১৯১৩ – লিওনিদাস, প্রাক্তন ব্রাজিলীয় ফুটবলার। (মৃ. ২০০৪)
১৯১৭ –
বাসন্তী দুলাল নাগচৌধুরী, ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী,ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টা ও পারমাণবিক পদার্থবিজ্ঞানের অন্যতম পথিকৃৎ।(মৃ.২৫/০৬/২০০৬)
জর্জ মান, ইংরেজ ক্রিকেটার। (মৃ. ২০০১)
১৯১৮ – সুরসাগর জগন্ময় মিত্র,ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী।(মৃ.০৪/০৯/২০০৩)
১৯২০ – শচীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বাঙালি কবি,কথা-সাহিত্যিক ও নাট্যকার৷ (মৃ.২৬/০৫/১৯৯৯)
১৯৪২ – রিচার্ড হাটন, ইংরেজ ক্রিকেটার।
১৯৪৯ – রাকেশ রোশন, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও চিত্র সম্পাদক।
১৯৬৪ – রোজি পেরেজ, মার্কিন অভিনেত্রী, সমাজকর্মী, আলাপচারিতা অনুষ্ঠান সঞ্চালক, লেখিকা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক।
১৯৬৮ – সাঈদ আনোয়ার, পাকিস্তানি ক্রিকেটার।
১৯৭২ – ইদ্রিস এলবা, ইংরেজ অভিনেতা, প্রযোজক, সঙ্গীতজ্ঞ ও ডিজে।
১৯৭৬ – নাওমি হ্যারিস, ইংরেজ অভিনেত্রী।
১৯৯৫ – মুস্তাফিজুর রহমান, বাংলাদেশি ক্রিকেটার।
আজকে যাদের মৃত্যু:
১৯০৭ – সুলি প্রুদোম, ফরাসি সাহিত্যিক। (জ. ১৯৩৯)
১৯৫৯ – এডমুন্ড গোয়েন, ইংরেজ অভিনেতা। (জ. ১৮৭৭)
১৯৭২ – উস্তাদ আলাউদ্দিন খাঁ, প্রখ্যাত বাঙালি সেতার ও সানাই বাদক হিসাবে পরিচিত সঙ্গীতজ্ঞ।(জ.০৮/১০/১৯৬২)
১৯৮২ – অনিলেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় খ্যাতনামা গণিতের অধ্যাপক। নোবেলজয়ী বিজ্ঞানী আবদুস সালামের শিক্ষক।(জ.১৮৯২)
১৯৮৯ – মোহাম্মদ ইব্রাহিম (চিকিৎসক), বাংলাদেশী চিকিৎসক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা। (জ. ১৯১১)
১৯৯০ – লেন হাটন, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৯১৬)
১৯৯৬ – সালমান শাহ, বাংলাদেশী চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা। (জ. ১৯৭১)
১৯৯৭ – পি. এইচ. নিউবি, ইংরেজ ঔপন্যাসিক ও বিবিসির ব্যবস্থাপনা পরিচালক। (জ. ১৯১৮)
১৯৯৮ – আকিরা কুরোসাওয়া, জাপানি চলচ্চিত্র পরিচালক। (জ. ১৯১০)
২০১৭ – লতফি জাদেহ, ইরানী ও আজারবাইজানী বংশোদ্ভূত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
আজকের দিবস:
ডায়াবেটিস সেবা দিবস ৷