ডিএমপি নিউজঃ আজ বুধবার (৩১ মে ২০২৩ খ্রি.)। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
আজকের ঘটনাবলি:
১৭৯০ সালে আজকের এই দিনে মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়।
১৮৮৯ সালে আজকের এই দিনে প্যারিসের আইফেল টাওয়ার উদ্বোধন করা।
১৯০২ সালে আজকের এই দিনে বোয়ের যুদ্ধের অবসান হয়।
১৯১০ সালে আজকের এই দিনে দক্ষিণ আফ্রিকান ইউনিয়ন গঠিত হয়।
১৯৩২ সালে আজকের এই দিনে জাপানের প্রধানমন্ত্রী কি ইনুকাই নিহত হন।
১৯৩৫ সালে আজকের এই দিনে কোয়েটায় ভূমিকম্পে ৫০ হাজার লোকের মৃত্যু হয়।
১৯৪১ সালে আজকের এই দিনে জার্মানিতে গোথিক হরফ নিষিদ্ধ ও রোমান হরফ চালু হয়।
১৯৫২ সালে আজকের এই দিনে ভলগা ডন খালের উদ্বোধন করা হয়।
১৯৬১ সালে আজকের এই দিনে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয়।
২০০২ সালে আজকের এই দিনে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বিশ্বকাপ ফুটবল আসরের উদ্বোধন হয়।
আজকে যাদের জন্ম হয়:
১৮১৯ সালে আজকের এই দিনে মার্কিন কবি ওয়াল্ট হুইটম্যান জন্মগ্রহণ করেনে।
১৮৬০ সালে আজকের এই দিনে চিত্রশিল্পী ওয়াল্টার সিকার্ট জন্মগ্রহণ করেনে।
১৯১৫ সালে আজকের এই দিনে অস্টেলিয়ান কবি ও পরিবেশবিদ জুডিথ রাইট জন্মগ্রহণ করেনে।
১৯৬৫ সালে আজকের এই দিনে আমেরিকান অভিনেত্রী ও মডেল ব্রোক শিল্ড জন্মগ্রহণ করেনে।
আজকে যাদের মৃত্যু হয়:
১৮৩২ সালে আজকের এই দিনে এভারিস্ত গালোয়া, ফরাসি গণিতবিদ মারা যান।
আজকের দিবস:
আজ বিশ্ব তামাক মুক্ত দিবস