ডিএমপি নিউজ: ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১১ জানুয়ারি ২০২২, মঙ্গলবার এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যু বরণ করেছিলেন।
এক নজরে ইতিহাসের পাতায় ১১ জানুয়ারি ঘটনাবলি:
১৬১৩- মুঘল সম্রাট জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে কারখানা স্থাপনের অনুমতি দেন।
১৬৯৩- ইতালির সিসিলিতে মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট শক্তিশালী ভূমিকম্পে সিসিলি ও মাল্টায় ব্যপক ধ্বংসযজ্ঞ।
১৯২২- মানবদেহে ডায়াবেটিস রোগের জন্য প্রথমবারের মতো ইনসুলিন ব্যবহার।
১৯৭২- মঙ্গোলিয়া এবং পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
১৯৭২- বাংলাদেশের রাষ্ট্রপতি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। এই ঘোষণা অনুযায়ী একটি গণপরিষদ গঠিত হয়।
আজকে যাদের জন্ম হয়:
১৮৫৯- ব্রিটিশ ভারতের সাবেক গভর্নর জেনারেল ও ভাইসরয় লর্ড কার্জন। পুরো নাম জর্জ ন্যাথানিয়েল কার্জন। তিনি ছিলেন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির একজন রাজনীতিক যিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন উপনিবেশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় হিসেবে ১৮৯৯ থেকে ১৯০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন এবং বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে দুটি প্রদেশ করেছিলেন। কার্জন ১৯১৯ থেকে ১৯২৪ সাল পর্যন্ত পররাষ্ট্র দপ্তরের প্রধান হিসেবে কাজ করেছেন।
১৮৬৬- ভারতীয় আলোকচিত্র শিল্পী লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরী।
১৮৮১- বিপ্লবী, সাংবাদিক ও সম্পাদক মাখনলাল সেন।
১৯২১- লেখিকা নীলিমা ইব্রাহিম।
১৯৪১- বাংলাদেশের একজন প্রখ্যাত সংগীত শিল্পী শেফালী ঘোষ।
আজকে যাদের মৃত্যু হয়:
১৯২৮- ইংরেজ ঔপন্যাসিক টমাস হার্ডি।
২০০৮- নিউজিল্যান্ডের র্বতারোহী এবং অভিযাত্রী এডমন্ড হিলারি। নিউজিল্যান্ডের অকল্যান্ড শহরে জন্মগ্রহণ করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি রয়্যাল নিউজিল্যান্ড এয়ার ফোর্সে যোগদান করেন। ১৯৫৩ খ্রিষ্টাব্দের ২৯শে মে তিনি ব্রিটিশ অভিযাত্রী দলের অংশ হিসেবে নেপালী পর্বতারোহী শেরপা তেনজিং নোরগের সঙ্গে এভারেস্ট পর্বত শৃঙ্গ আরোহণ করেন।
২০১৪- বাংলাদেশের বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।
২০১৫- প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম।
২০২১ – বিশ্বের সাবেক এক নম্বর ব্যাটসম্যান কলিন ম্যাকডোনাল্ড।
তথ্য সূত্র: অনলাইন।