ডিএমপি নিউজ: ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ১৬ এপ্রিল ২০২২, শনিবার এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কি কি ঘটেছিল, কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যু বরণ করেছিলেন।
এক নজরে ইতিহাসের পাতায় ১৬ এপ্রিল ঘটনাবলি:
১৮৫৩- ভারতের বোম্বেতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়।
১৯১২- হ্যারিয়েট কুইয়েম্বি প্রথম নারী হিসেবে বিমানে ইংলিশ চ্যানেল পাড়ি দেন।
১৯১৬- রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
২০০১- ভারত ও বাংলাদেশের মধ্যে পাঁচ দিনের সীমান্ত সংঘর্ষ শুরু হয়, যা কোনোরূপ সমাধান ছাড়াই সমাপ্ত হয়।
আজকে যাদের জন্ম হয়:
১৮৬৭- মার্কিন প্রকৌশলী ও উড়োজাহাজের আবিস্কারক উইলবার রাইট।
১৮৮৫- ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব বিপ্লবী উল্লাসকর দত্ত।
১৮৮৯- ইংরেজ চলচ্চিত্র অভিনেতা ও চলচ্চিত্রকার চার্লি চ্যাপলিন। পুরো নাম চার্লস স্পেন্সার চ্যাপলিন। ১৮৮৯ সালের ১৬ এপ্রিল দক্ষিণ লন্ডনের ওয়ালওর্থের ইস্ট স্ট্রিটে জন্মগ্রহণ করেন তিনি। চ্যাপলিনকে বড় পর্দার শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুকাভিনেতাদের একজন বলেও বিবেচনা করা হয়। ভিক্টোরীয় যুগে তার শৈশব থেকে ১৯৭৭ সালে তার মৃত্যুর এক বছর পূর্ব পর্যন্ত তার কর্মজীবনের ব্যাপ্তি প্রায় ৭৫ বছর। এই সময়ে তার বর্ণময় ব্যক্তিজীবন ও সমাজজীবনে খ্যাতি ও বিতর্ক, দুইই নিম্ন থেকে শীর্ষবিন্দু ছুঁয়ে গেছে।
১৯৭৮- ভারতীয় মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী, ২০০০ সালের মিস ইউনিভার্স লারা দত্ত।
আজকে যাদের মৃত্যু হয়:
১৮৫০- মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা ম্যারি তুসো।
১৮৯৬- হরিনাথ নামে পরিচিত সাংবাদিক সাহিত্যিক ও বাউল গান রচয়িতা হরিনাথ মজুমদার কাঙাল।
১৯৫১- বাঙালি ঔপন্যাসিক অদ্বৈত মল্লবর্মণ। তৎকালীন কুমিল্লা জেলার অধীনে ব্রাহ্মণবাড়ীয়া মহকুমার গোকর্ণঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিতাস একটি নদীর নাম শিরোনামের একটিমাত্র উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে বিশেষ স্বীকৃতি লাভ করেন। এই উপন্যাসটি সর্বপ্রথম ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রকাশিত হয়। চিরকুমার ছিলেন তিনি।
১৯৬৬- প্রখ্যাত বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসু ।
১৯৮৭- প্রখ্যাত বাঙালি অভিনেতা বিকাশ রায়।
আজকের দিবস:
বিশ্ব কণ্ঠ দিবস।