ডিএমপি নিউজ: আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৪ সেপ্টেম্বর,শুক্রবার এক নজরে দেখে নিন ইতিহাসের আজকের এই দিনে কে কে জন্ম নিয়েছিলেন ও মৃত্যুবরণ করেছিলেন।
এক নজরে দেখে নিন ইতিহাসের পাতায় আজকে যাদের জন্ম হয়:
১৫০১ – জিরোলামো কার্দানো, একজন ইতালীয় চিকিৎসক, গণিতবিদ, জ্যোতিষী ও জুয়াড়ি ছিলেন। (মৃ. ১৫১৫)
১৫৩৪ – গুরু রামদাস, ছিলেন শিখধর্মের দশ শিখ গুরুর চতুর্থ গুরু। (মৃ. ১৫৮১)
১৮৬১ – ভিকাজী রুস্তম কামা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবী আন্দোলনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। (মৃ. ১৩/০৮/১৯৩৬)
১৮৬৯ – ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর, ঠাকুর পরিবারের আদি ব্রাহ্মসমাজের কর্মী ও লেখক।(মৃ.১৭/১০/১৯৩৭)
১৮৮৪ – ইসমত ইনোনু, ছিলেন একজন তুর্কি জেনারেল ও রাজনীতিবিদ। (মৃ. ১৯৭৩)
১৮৯৬ – এফ. স্কট ফিট্জেরাল্ড, একজন মার্কিন কথাসাহিত্যিক। (মৃ. ১৯৪০)
১৮৯৮ – হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী। (মৃ. ১৯৬৮)
১৯০২ – রুহুল্লাহ খোমেনী, যিনি পশ্চিমা বিশ্বে আয়াতুল্লাহ খোমেনী হিসেবে পরিচিত, ইরানি রাজনীতিবিদ, বিপ্লবী ও ধর্মীয় নেতা। (মৃ. ১৯৮৯)
১৯০৭ – সুধীররঞ্জন খাস্তগীর, বঙ্গীয় শিল্পকলার ভারতীয় চিত্রকর। (মৃ. ০৬/০৬/১৯৭৪)
১৯৪০ – আরতি সাহা, ভারতীয় সাঁতারু। (মৃ. ২৩/০৮/১৯৯৪)
১৯৫০ – ক্রিকেটার মহিন্দর অমরনাথের জন্ম।
১৯৫৮ – মহুয়া রায়চৌধুরী, প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী। (মৃ. ২২/০৭/১৯৮৬)
১৯৫৯ – মিশুক মুনীর, বাংলাদেশ, টেলিভিশন সাংবাদিকতার রূপকার,বিশিষ্ট চিত্রগ্রাহক।
আজকে যাদের মৃত্যু হয়:
১৮৫৯ – সিপাহি বিদ্রোহের বীর যোদ্ধা নানা সাহেব নেপালে নির্বাসনে মৃত্যুবরণ করেন।
১৮৬০ – ফরায়েজি আন্দোলনের নেতা দুদু মিয়ার (মোহসীন উদ্দীন) ইন্তেকাল।
১৯২৪ – রবীন্দ্র সাহিত্যের অনুবাদক উইলিয়াম পিয়ারসনের মৃত্যু।(জ.১৮৮১)
১৯২৫ – গোকুলচন্দ্র নাগ,প্রখ্যাত ‘কল্লোল’ পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ও সহকারী সম্পাদক।(জ.২৮/০৬/১৮৯৪)
১৯৩২ – প্রীতিলতা ওয়াদ্দেদার, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের আত্নাহুতিদানকারী বাঙালি নারী।(জ.০৫/০৫/১৯১১)
২০০৪ – রাজা রামান্না,ভারতের খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী।(জ.২৮/০১/১৯২৫)
২০১০ – ক্ষেত্র গুপ্ত, বাঙালি অধ্যাপক, সমালোচক ও প্রাবন্ধিক।(জ.১৭/০১/১৯৩০)
২০২০ – শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী।(জ.২০/০৯/১৯৫২)
সূত্র : উইকিপিডিয়া।