আর মাত্র একটি গোল করলেই ফুটবলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শততম গোলের মালিক হয়ে যাবেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোর বাছাই পর্বে লুক্সেমবার্গের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে পর্তুগিজরা। সিআর সেভেন একটি গোল করে দলকে পৌঁছে দিয়েছেন ২০২০ ইউরোর মূল পর্বে। এই গোলের মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৬৪তম ম্যাচে ৯৯তম গোলটি করলেন তিনি।
রোববার রাতে স্টাডি জসি বার্থেলে ম্যাচের বেশির ভাগ সময়ই বল ছিল পর্তুগালের দখলে। লুক্সেমবার্গ সিটির এই মাঠে সফরকারীদের হয়ে প্রথম গোলটি করেন ব্রুনো ফারনান্দেস। ৩৯ মিনিটে দলকে এগিয়ে দেন স্পোর্টিং সিপি’র এই মিডফিল্ডার।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ফের প্রতিপক্ষের ওপর চড়াও হয় ক্রিশ্চিয়ানো রোনালদো নেতৃত্বাধীন দলটি। ম্যাচ শেষ হবার চার মিনিট আগে গোল করে দলের জয় নিশ্চিত করেন অধিনায়ক নিজেই। এতে ‘বি’ গ্রুপ থেকে ইউক্রেনকে নিয়ে ইউরোর মূল পর্বে পৌঁছালো বর্তমান চ্যাম্পিয়নরা।
রোনালদোর আগে রয়েছেন ইরানের কিংবদন্তি আলী দাঈয়ে। ১৪৯ ম্যাচে ১০৯ গোল করেছেন ২০০৬ সালে ফুটবলকে বিদায় জানানো এই ফরোয়ার্ড। বর্তমানে তিনিই বিশ্ব ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ গোলের মালিক।