ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলে বাস্তুচ্যুত লোকজনের একটি আশ্রয় শিবিরে বিমান হামলায় শিশুসহ ৫৬ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। শনিবার (৮ জানুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ত্রাণ সংস্থার দুই কর্মী এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই ত্রাণকর্মী জানিয়েছেন, স্থানীয় কর্তৃপক্ষ নিহতদের সংখ্যা নিশ্চিত করেছেন। টিগরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা ডিডিবিটের একটি আশ্রয় শিবিরে এই বিমান হামলা চালানো হয়েছিল।
বেসামরিক নাগরিকদের আশ্রয় শিবিরে কেন হামলা চালানো হয়েছে সে ব্যাপারে ইথিওপিয়া সরকার বা সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে টিগরের বিদ্রোহীরা। এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ।