রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, সিরিয়ার ইদলিব প্রদেশ থেকে তাকফিরি গোষ্ঠী দায়েশ ও জাবহাত ফতেহ আশ-শামের সন্ত্রাসীদের বহিষ্কার করা হবে; চিরদিন এভাবে চলতে পারে না।
গতকাল (সোমবার) রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ এসব কথা বলেছেন। তিনি বলেন, “সবকিছুরই একটা সীমা আছে। ইদলিব ও অন্য যেসব এলাকায় সন্ত্রাসীরা এখনো সক্রিয় আছে সেসব এলাকা বর্তমানের মতো এ অবস্থায় চলতে পারে না। আমরা মনে করি সিরিয়ার সরকারের সে দেশের জনগণকে রক্ষা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার রয়েছে।”
ল্যাভরভ জোর দিয়ে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সংরক্ষিত এলাকায় থাকার মতো এইসব সন্ত্রাসীর অবস্থান বরদাশত করবে না মস্কো। দায়েশ ও জাবহাত ফতেহ আশ-শামের সন্ত্রাসীরা ইদলিব প্রদেশে উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে এবং যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে না। এসব সন্ত্রাসী গোষ্ঠী বেসামরিক জনগণের ওপর হামলা চালাচ্ছে। এছাড়া, সিরিয়ার সরকারি সেনাদের জন্য হামলার উসকানি তৈরি করছে।
২০১৮ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় একটি চুক্তি হয় যার আওতায় ইদলিব প্রদেশে নিরাপদ অঞ্চল গঠন করা হয়। এছাড়া, সমস্ত ভারী অস্ত্র ও সন্ত্রাসীদের সরিয়ে নেয়ার কথা ছিল। কিন্তু ইদানিং সন্ত্রাসীরা সে চুক্তির প্রতি অনুগত থাকছে না।