লম্বা বিরতি শেষে ফের গতির ঝড় তুলতে প্রস্তুত ডেল স্টেইন। ইনজুরি কাটিয়ে ফিটনেস পরীক্ষা দিতে যাচ্ছেন এই দক্ষিণ আফ্রিকান পেসার। পরীক্ষায় উতরে গেলেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন স্টেইন।
গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টের পরই ইনজুরিতে পড়েন স্টেইন। কাঁধের ইনজুরির কারণে লম্বা সময় ২২ গজের বাইরে ছিলেন তিনি। এবার ফেরার প্রহর গুনছেন স্টেইন।
বয়স ৩৪ পেরিয়ে গেছে। পেসারদের জন্য এটা ক্যারিয়ারের গৌধূলিলগ্ন। অনেকেই স্টেইনের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। এমনকি দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক ফাফ ডু প্লেসিসও সম্প্রতি জানিয়েছেন, ইনজুরি কাটিয়ে ফেরাটা স্টেইনের জন্য কঠিনই হবে।
তবে নিজের কামব্যাক নিয়ে কোনো সন্দেহ নেই স্টেইন-গানের। পুনর্বাসন প্রক্রিয়া শেষে ২২ গজের ফের ঝড় তোলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান পেসার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগর মাধ্যমে ইনস্টাগ্রামে নিজের উইকেট উদযাপনের ট্রেডমার্ক ছবি পোস্ট করে তার ক্যাপশনে স্টেইন খেলেন, ‘অপেক্ষার প্রহর শেষ।’
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজ দিয়েই ফিরতে চান ডেল স্টেইন।