ডিএমপি নিউজঃ ইন্দোনেশিয়ার ব্যান্টেন প্রদেশের একটি কারাগারে ভয়াবহ আগুনে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে।
ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারা বিভাগের মুখপাত্র রিকা অপ্রিয়ান্তি বলেন, তানজেরাং কারাগারের সি-ব্লকে মঙ্গলবার দিনগত রাত ১টা থেকে ২টার মধ্যে এই আগুন লাগে।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এই বিষয়ে তদন্ত চলছে।’
রিকা অপ্রিয়ান্তি আরও বলেন, ‘ব্লকটিতে মাদক মামলায় গ্রেপ্তারকৃত বন্দিদের রাখা হয়েছিল। সেখানে ১২২ জনের ধারণ ক্ষমতা ছিল।’
পুলিশের মুখপাত্র ইউসরি ইউনুস বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের ঘটনা ঘটেছে।’