ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মঙ্গলবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটির রিখটার স্কেলের তীব্রতা ছিল ৬। এ সময় আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে দৌড়ে রাস্তায় নেমে আসে।
এক সরকারি সংস্থা একথা জানিয়েছে।
তবে এই ঘটনায় কেউ হতাহত বা তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা জানায়, ৬ মাত্রার ভূমিকম্পটি ৪৩ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নগরীর উপকূল থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।