ডিএমপি নিউজঃ ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালুকু প্রদেশে রবিবার (৭ মার্চ) ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থা এ কথা জানায়।
জাকার্তা সময় গত রাত ২টা ২২ মিনিটে (০১২২ জিএমটি) এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মালুকুর ২০৪ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলীয় তেঙগারা জেলায় এবং উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। তবে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।