ইন্দোনেশিয়ার বোর্ণিও উপকূলে সোমবার নৌকাডুবিতে ৮ জনের মৃত্যু এবং বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে। একজন কর্মকর্তা এ কথা জানান।
স্থানীয় উদ্ধার কর্মকর্তা গাস্তি আনওয়ার মুলায়দি বলেন, দেশটির তানজাং সেলর থেকে ৪৫ যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরুর কিছু পরেই ডুবে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ৩৩ জনকে উদ্ধার করে। নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে। তাৎক্ষনিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায় নি।