ইন্দোনেশিয়ায় বাস খাদে পড়ে ২৪ জন নিহত। এ ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছে বলে দেশটির পুলিশ জানায়। খবর এএফপির।
সোমবার দক্ষিণ সুমাত্রা প্রদেশে মধ্যরাতে বেশ কিছু সংখ্যক যাত্রী নিয়ে বাসটি রওয়ানা হলে তা ১৫০ মিটার (৫০০ ফুট) খাদ থেকে গড়িয়ে নদীতে তলিয়ে যায়। মঙ্গলবার স্থানীয় পুলিশের এক মুখপাত্র এএফপিকে এ কথা জানায়।
খাদে পড়ার আগে বাসটি একটি কংক্রিট-এর বেড়ার সঙ্গে ধাক্কা খায়। বেশ কিছু সংখ্যক লোক বাসটির ভেতর এখনো আটকা পড়ে আছে। হতাহতের উদ্ধারে কয়েকটি উদ্ধার টিম নিয়োজিত করা হয়েছে।
কয়েকজন যাত্রী পুলিশকে জানায়,দুর্ঘটনার সময় বাসটিতে ৫০ জন যাত্রী ছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দ্বীপাঞ্চলে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। পুরনো যানবাহনগুলো দুর্বল ব্যবস্থাপনা এবং রাস্তার নিয়ম সঠিকভাবে পালন না করায় এসব দুর্ঘটনার কারণ।