ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৭ মিনিটে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহরে।
প্রাথমিক ভাবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এতে সুনামির সর্তকতাও জারি করা হয়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিলো ভূ-পৃষ্ঠ থেকে ৫৪৯ কিলোমিটার গভীরে।
ইন্দোনেশিয়ার ভূতত্ত্ব ও আবহাওয়া সংস্থার একজন মুখপাত্র সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছে, আমরা সম্ভাব্য ক্ষতির তথ্য সংগ্রহ করছি, তবে ভূমিকম্পটি খুব গভীর ছিল।