ডিএমপি নিউজঃ সিরি-এ লিগে ইব্রার জোড়া গোলে রোববার রাতে নাপোলিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে এসি মিলান। নাপোলির বিপক্ষে জোড়া গোল করলেন ইব্রাহিমোভিচ। বাকি একটি গোল এসেছে জেনস পিটার হগ। চলতি মৌসুমে ৬ ম্যাচে ইব্রার গোল সংখ্যা এখন ১০।
রোববারের ম্যাচে এসি মিলানকে লিড এনে দেন ইব্রাই। ২০তম মিনিটের সময় ডি-বক্সের কোনা থেকে দারুণ এক হেডে বলকে নাপোলির জালে জড়ান ইব্রা। সেই গোল প্রথমার্ধে শোধ করতে পারেনি নাপোলি। ১-০ স্কোরলাইনে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে নেমেই নাপোলি শিবিরে সেই ইব্রার আঘাত। ৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৬৩ মিনিটে এক গোল শোধ করে নাপোলির ড্রিস ম্যার্টিনস।
শেষ মুহূর্তে জেনস পিটার হগের গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান। এই জয়ের সুবাদে ৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে এসি মিলান। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে নাপোলি।