ইরাকের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বসরাতে অজ্ঞাত ব্যক্তিরা কাতিউশা রকেট দিয়ে হামলা করেছে। যে এলাকায় হামলা হয়েছে সেখানে আন্তর্জাতিক কয়েকটি তেল কোম্পানির প্রতিনিধির কার্যালয় রয়েছে।
ইরাকি পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আজ (বুধবার) সকালে মার্কিন এক্সোন মোবিল কোম্পানির আবাসিক ও অপরেশন্স সেন্টারের ১০০ মিটারের কাছে রকেটটি পড়ে। এতে তিন শ্রমিক আহত হয়েছে।
এ এলাকায় রয়্যাল ডাচ শেল পিএলসি এবং ইতালির এনি স্পা কোম্পানির সদরদপ্তর রয়েছে। রয়টার্স জানিয়েছে, রকেট হামলার পর এক্সোন কোম্পানি তাদের বিদেশি ২০ কর্মীকে সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছে। গত দুদিনে ইরাকে একই ধরনের দুটি ঘটনা ঘটেছে।
গতকাল ইরাকের মসুল শহরে মার্কিন সেনাঘাঁটির কাছে অন্তত একটি কাতিউশা রকেট আঘাত হানে। এছাড়া, সোমবার রাজধানী বাগদাদের ক্যাম্প তাজিলের কাছে তিনটি কাতিউশা রকেট আঘাত হানে। এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি এবং কেন রকেট হামলা হয়েছে তার কারণও জানা যায় নি।