ডিএমপি নিউজঃ নিজেদের সক্ষমতা জানান দিতে একের পর এক অত্যাধুনিক যুদ্ধের সরঞ্জাম আনছে ইরান। তারই ধারাবাহিকতায় অত্যাধুনিক মিসাইল-লঞ্চার উদ্বোধন করেছে ইরান। এটি স্বয়ংক্রিয় একটি ব্যবস্থা। বিরতিহীনভাবে দূর পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে এই মিসাইস লঞ্চারের।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বুধবার (৪ নভেম্বর) নতুন ধরণের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উদ্বোধন করেন।
তিনি বলেন, এই লঞ্চার ইরানের যুদ্ধের সক্ষমতাকে আরও বৃদ্ধি করেছে। এটি শত্রুদের দেহে কাঁপুনি সৃষ্টি করবে। আমাদের এই ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুদের পরাজয়ের নিশ্চয়তা দেয়।
তিনি আরো বলেন, ইরানের ইসলামি বিপ্লবের প্রভাব দিন দিন বাড়ছে, পাশাপাশি ইসলামের শত্রুরা ক্রমেই দুর্বল হচ্ছে। তবে শত্রুদের হুমকি এখনও রয়ে গেছে।