চীন সতর্ক করে দিয়ে বলেছে, ইরানের তেল ক্রেতাদের ওপর অবরোধ আরোপের মার্কিনী সিদ্ধান্তে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক তেলের বাজারের অস্থিরতা আরো প্রকট হবে।
হোয়াইট হাউস সোমবারের এক ঘোষণায় ইরানের তেল রফতানির ওপর অবরোধ আরোপ থেকে ছয়মাসের মওকুফ সুবিধা তুলে নেয়ার ঘোষণা দেয়। এ সুবিধার আওতায় ইরানের কাছ থেকে যে কয়টি তেল আমদানীকারক দেশ আছে, তাদের মধ্যে চীনও রয়েছে।
মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেন, চীন একতরফা অবরোধ বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে। এ পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরো অস্থিতিশীল এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের সংকটকেও প্রকট করবে।
ট্রাম্প প্রশাসন ইরানের অর্থনীতিকে ধ্বংস করতে এর শীর্ষ আয় উপার্জনকারী খাত তেল রফতানিকে শূন্যে নামিয়ে আনতে চাইছে।