ইসলামি বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুলহাসান বানিসদর মারা গেছেন। শনিবার (৯ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় তিনি প্যারিসের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পরের বছর ১৯৮০ সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বানিসদর।
১৯৩৩ সালের ২২ মার্চ ইরানের পশ্চিমাঞ্চলের হামাদানের কাছে একটি গ্রামে আবুলহাসানের জন্ম। তিনি ছিলেন লিবারেল ইসলামের সমর্থক।