করোনাভাইরাসে এবার ইরানের অন্তত ২৩ জন সংসদ সদস্য আক্রান্ত হয়েছে বলে বিবিসি পার্সিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে। এছাড়াও দেশটির জরুরি স্বাস্থ্যসেবার প্রধানও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়, ২৯০ সদস্যবিশিষ্ট পার্লামেন্টের ২৩ জন এমপি করোনায় আক্রান্ত। নিজেদের সংসদীয় আসনে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসার মাধ্যমে ওই আইনপ্রণেতারা সংক্রমিত হয়ে থাকতে পারেন বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।
ইরানের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, দেশটির জরুরি স্বাস্থ্যসেবার প্রধান পীর-হুসেইন কোলিভান্দও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, কোলিভান্দের ‘স্বাস্থ্য ভালো আছে এবং উদ্বেগের কোনও কারণ’ নেই।
এর আগে মঙ্গলবার ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আলিরেজা রাইসি রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় জানান, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৩৩৬ জন।
প্রাণঘাতী এই করোনাভাইরাস ইরানে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। ভয়াবহ এই ভাইরাসে দেশটির সাবেক একজন রাষ্ট্রদূত ছাড়াও সবশেষ সোমবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ীর একজন উপদেষ্টারও মৃত্যু হয়েছে। ৭১ বছর বয়সী ওই উপদেষ্টা মোহাম্মদ মীরমোহাম্মাদি তেহরানের একটি হাসপাতালে মারা যান।
উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসে বিশ্বজুড়ে ৩১১৯ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে প্রায় ৯০ হাজার মানুষ। কেবল চীনেই মৃত্যু হয়েছে ২৯৪৬ জনের। এছাড়া চীনের বাইরে মৃত্যু হয়েছে ১৭০ জনের বেশি মানুষের।