চীনের পরিস্থিতি মারাত্মক। করোনাভাইরাসে বাড়ছেই মৃতের সংখ্যা। বিশ্ব জুড়ে ছড়াচ্ছে এই ভাইরাস। চীনের পরেই ভয়াবহ অবস্থা ইরান, দক্ষিণ কোরিয়া, ইতালির। এদিকে ইরান সরকারের দাবি, শতাধিক সংক্রামিত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, করোনা ভাইরাসে আক্রান্ত ১৭৫ রোগী সুস্থ। ৫৪ জনের মৃত্যু হয়েছে।
সরকারিভাবে ইরান জানাল, দেশে ৯৭৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে বিভিন্ন সংবাদ সংস্থার খবর, হাজারের বেশি আক্রান্ত। মৃতের সংখ্যা বাড়ছে।
ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্য ও আরব দুনিয়া প্রবল আতঙ্কিত। একের পর এক দেশ ইরানের সঙ্গে সাময়িক যোগাযোগ ছিন্ন করেছে। বন্ধ সীমান্ত। প্রবল ধাক্কা লাগছে আন্তর্জাতিক তেল রফতানির ক্ষেত্রে।
বিবিসি ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, চীনের উহান শহরে গত ডিসেম্বর মাসে করোনাভাইরাসের উৎপত্তি হয়। চীন মৃত্যুপুরী। এই দেশেই ২৮০০ জন মতো। ৮৭ হাজারের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দক্ষিণ কোরিয়া, ইতালি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, জাপান, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী সহ ৫০টির বেশি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।