ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানের তেলের চালানের ওপর হামলা করতে পারে ইসরাইলি নৌবাহিনী।
গতকাল (বুধবার) হাইফা শহরে ইসরাইলি নৌবাহিনীর ক্যাডেটদের ডিগ্রি প্রদান অনুষ্ঠানে নেতানিয়াহু এ হুমকি দেন। তিনি বলেন, “মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান গোপনে সমুদ্রপথে তেলের চালান পাঠানোর চেষ্টা করছে। ইরানের এমন তৎপরতা যদি বেড়ে যায় তাহলে তা রুখে দেয়ার জন্য ইসরাইলি নৌবাহিনীকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
ইরান যাতে সমুদ্রপথে কিংবা অন্য কোনো উপায়ে মার্কিন একতরফা নিষেধাজ্ঞা এড়াতে না পারে তা নিশ্চিত করার জন্য নেতানিয়াহু আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।
যখন আন্তর্জাতিক সম্প্রদায় ইরানি সমঝোতা থেকে বেরিয়ে যাওয়া ও তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আারোপের জন্য মার্কিন প্রশাসনের বিরুদ্ধ তীব্র সমালোচনা করছে তখন নেতানিয়াহু ইরান-বিরোধী নিষেধাজ্ঞা বাস্তবায়নের আহ্বান জানালেন। খবর পার্স টুডে।