সৌদি আরব থেকে চিংড়ি আমদানি নিষিদ্ধ করেছে চীন। এর পরিবর্তে ইরানের চল্লিশটি রপ্তানিকারক সংস্থাকে চীনের চিংড়ি বাজারে প্রবেশাধিকার দিয়েছে বেইজিং। জাহাজ ভর্তি চিংড়ির চালানে হোয়াইট স্পট সিনড্রোম স্পোর্ট শনাক্ত করার পর চীন সৌদি আরব থেকে চিংড়ি আমদানি বন্ধ করে দিয়েছে। চীনের শিল্প বিষয়ক প্রকাশনা ফুডপাথ এ খবর দিয়েছে।
চীনের শিল্প সূত্রের বরাত দিয়ে ফুডপাথ বলেছে, সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে দেশের শুল্ক বিভাগ। এই রোগ যাতে চীনে ঢুকে পড়তে না পারে সেজন্য এ ব্যবস্থা নিয়েছে চীন সরকার। ইরান থেকে যেসব রপ্তানিকারক প্রতিষ্ঠান চিংড়ি রপ্তানির সুযোগ পেয়েছে তার মধ্যে রয়েছে দারিয়াজাদ সেভ ফুড। এ সংস্থার প্রধান কার্যালয় ইরানের বুশেহর শহরে অবস্থিত।
এতদিন চীনে চিংড়ি রপ্তানির সুযোগ না থাকায় ইরান ভিয়েতনামের মাধ্যমে কিছু চিংড়ি রপ্তানি করে আসছিল কিন্তু চীনের এই সিদ্ধান্তের পর ইরানের সামনে এখন চিংড়ি রপ্তানির দ্বার উন্মুক্ত হলো। গত জুন মাসে ইরানের কৃষি বিষয়ক মন্ত্রী জানিয়েছিলেন, গত পাঁচ বছরে ইরানে চিংড়ি উৎপাদনের পরিমাণ ৫০ হাজার টনে দাঁড়িয়েছে। সূত্র : পার্সটুডে