চট্টগ্রামে ৮ জেলেকে জেল-জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৪ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় এ জরিমানা দায়ের করা হয়। প্রজনন মৌসুমে মা ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে এ জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে কর্ণফুলী নদীর বন্দর এলাকা থেকে কামাল বাজার এলাকা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম।
তিনি বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে এ জন্য ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, আহরণ, পরিবহন এবং বিক্রি নিষিদ্ধ করে সরকার।
সরকারি এ নির্দেশনা অমান্য করে ইলিশ ধরতে যাওয়ায় ৮ জেলেকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক জেলেদের মধ্যে ৫ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ জনকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় তাদের কাছ থেকে জব্দ করা ৪ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।