ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র ঘোষণা করায় সংসদ থেকে পদত্যাগ করেছেন দেশটির আইনপ্রণেতা জোহেইর বাহলুল (৬৭)। ইসরায়েলকে ইহুদিদের রাষ্ট্র ঘোষণা করে আইন প্রণয়ন করায় গতকাল শনিবার তিনি সংসদ নেসেটকে ‘বর্ণবাদী’ ও ‘ধ্বংসাত্বক’ বলেও অভিহিত করেন।
নেসেটে গত ১৯ জুলাই ওই বিতর্কিত আইন পাশ করা হয়। সংসদে আরব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করেন জোহেইর বাহলুল। এ আইনের ফলে ইসরায়েলে সংখ্যালঘু আরবরা বৈষম্যের সম্মুখীন হবে বলেও দাবি করেছেন এ রাজনীতিবিদ।
বিরোধী দল জিওনিস্ট ইউনিয়ন পার্টির এই সদস্য আরও বলেন, ‘আমি নেসেট থেকে পদত্যাগ করছি। আমি ধ্বংসাত্মক, বর্ণবাদী ও উগ্রপন্থী সংসদকে বৈধতা দিতে চাই না। এ আইন আমাকে এবং যারা আমাকে এখানে পাঠিয়েছে তাদেরকে শোষণের হাতিয়ার।’