ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনি অঞ্চলে বিমান থেকে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, গাজা উপত্যকা থেকে প্রথমে হামলা চালানো হয়েছে। রকেট নিক্ষেপের পাল্টা জবাব হিসেবে শনিবার গাজায় ইসরায়েল বিমান হামলা চালিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় মা ও তার শিশুসন্তানসহ মোট চার ফিলিস্তিনের নাগরিক নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সেনা মুখপাত্র দাবি করেন, তারা এই বিষয়ে কিছু জানেন না। তারা শুধু সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।