একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসন ঢেলে সাজাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এরই অংশ হিসেবে রবিবার উচ্চ পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল আনা হয়েছে। ৩৩জন সিনিয়র নির্বাচন কর্মকর্তার দফতর বদল করা হয়েছে। এরমধ্যে ৫ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ১৮ জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া ৫ জনকে উপ-সচিব পর্যায়ে এবং ৫ জেলা নির্বাচন কর্মকর্তাকে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার ইসির এক আদেশে এই রদবদল করা হয়েছে। ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ এই তথ্য জানান।
তবে, ইসি সচিব এই রদবদলকে নিয়মিত বদলির অংশ বললেও একইসঙ্গে এত কর্মকর্তার রদবদল নিকট অতীতে হয়নি। এর আগে প্রায় দশমাস আগে উপজেলা নির্বাচন কর্মকর্তা পদে বড় ধরনের পরিবর্তন এনেছিল ইসি। পদোন্নতি প্রাপ্ত প্রায় দুই শতাধিক কর্মকর্তাকে মাঠ প্রশাসনে বদলি করা হয়েছিল। এরপর গত দুই মাস আগে রাজধানীর বিভিন্ন উপজেলায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও বদলি করা হয়।
১৮ জেলা নির্বাচন কর্মকর্তা বদলি
গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মোতাহসিমকে শেরপুর জেলায়, ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আতিয়ার রহমানকে রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা, বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ায়, ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনকে নরসিংদীতে, রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দীনকে হবিগঞ্জে, ব্রাক্ষণবাড়িয়ার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুনকে ভোলায়, ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন খানকে বরিশালে, রাজবাড়ীর জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলামকে সাতক্ষীরায়, সাতক্ষীরা জেলা নির্বাচন এ এইচ এম কামরুল হাসানকে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক আব্দুল মোতালেবকে সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা, পিরোজপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল হককে চাঁপাইনবাবগঞ্জে, নরসিংদীর জেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে মাগুরায়, চুয়াডাঙ্গার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিসুর রহমানকে নড়াইলে, মাগুরার জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীকে মেহেরপুরে, মেহেরপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকনুজ্জামানকে পিরোজপুরে, চাঁপাইনবাবগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামকে পঞ্চগড়ে, সুনামগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলামকে ঝিনাইদহে এবং হবিগঞ্জের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেনকে রাজবাড়ীর জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছে।
৫ জেলায় চলতি দায়িত্ব
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমানকে গাইবান্ধা জেলায়, বরিশালের নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম রাকিবকে বান্দরবানে, ফরিদপুর সদরের উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমানকে রাঙ্গামাটিতে, কুমিল্লা অফিসের নির্বাচন কর্মকর্তা বশির আহমেদকে খাগড়াছড়িতে এবং মাগুরা শালিখা উপজেলার নির্বাচন কর্মকর্তা রাজু আহম্মেদকে চুয়াডাঙ্গার জেলা নির্বাচন কর্মকর্তার চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
বদলি ৫ আঞ্চলিক কর্মকর্তা
কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলকে ঢাকায়, রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকারকে রংপুরে, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এস এম এজহারুল ইসলামকে কুমিল্লায়, খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমানকে বরিশালে এবং ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুককে খুলনায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
উপ-সচিব পর্যায়ে চলতি দায়িত্বে ৫ জন
রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলামকে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ইসি সচিবালয়ের সচিবের একান্ত কর্মকর্তা সিনিয়র সহকারী মো. মঈন উদ্দিন খানকে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, বরিশালের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল হালিম খানকে ইসি সচিবালয়ের উপ-সচিব, ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাবেদ উর-রহমানকে ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং নড়াইলের জেলা নির্বাচন কর্মকর্তা শেখ আনোয়ার হোসেনকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসাবে চলতি দায়িত্বে বদলি করা হয়েছে।