ডিএমপি নিউজ: মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের গোড়ায় পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবার বড় এক চালান উদ্ধার করেছে ডিবি পুলিশ।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় যাত্রাবাড়ী থানার উত্তর দনিয়া ফাতেমা নাজ পেট্রোল পাম্পের বিপরীত পাশের মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের গোড়ায় পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করে গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (উত্তর) এর বিমান বন্দর জোনাল টিম। গ্রেফতারকৃতরা হলো মোঃ হযরত আলী (৪২), মোঃ এরশাদ খাঁন (৩৪), আঃ রশিদ (৩৮), মোঃ সোলায়মান (৩৭) ও মোঃ জাকারিয়া ইসলাম (২১)। এ সময় তাদের হেফাজত হতে একটি হাইজ মাইক্রোবাস উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে কমদামে ক্রয় করে রাজধানীর যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করে থাকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।