ডিএমপি নিউজঃ রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তুরাগ থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ হাবীবুর রহমান।
মঙ্গলবার (২৮ জুন ২০২২) রাত ৯:৪৫ টায় ধউর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
তুরাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান ডিএমপি নিউজকে জানান, একজন মাদক কারবারি তুরাগ থানার ধউর চৌরাস্তার সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মূল গেইটের সামনে মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তুরাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ৭০০ পিস ইয়াবাসহ হাবীবুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে তুরাগ থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।