ডিএমপি নিউজঃ রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মোহাম্মদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- হামিদা বেগম।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৩) দুপুর ২:৪৫ টায় মোহাম্মদপুর থানার আল্লাহ করিম জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ডিএমপি নিউজকে জানান, থানার এসআই অনিক ভক্ত সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার ও ছিনতাই প্রতিরোধ বিশেষ অভিযান পরিচালনাকালীন সংবাদ পান আল্লাহ করিম জামে মসজিদ এলাকায় ইয়াবা বিক্রির জন্য এক নারী অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর সময় ২০২৫ পিস ইয়াবাসহ হামিদা নামের একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।