ডিএমপি নিউজঃ রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা-মতিঝিল বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ বাবুল।
অভিযানে নেতৃত্ব দেওয়া মতিঝিল জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুল ইসলাম পিপিএম ডিএমপি নিউজকে জানান, বুধবার (১৬ আগস্ট) ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে এক ব্যক্তি মতিঝিলের টিএন্ডটি বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ১নং গেইটের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বিকাল তিনটায় ওই এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ বাবুলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত বাবুল কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।
ডিএমপির মতিঝিল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।