ডিএমপি নিউজঃ রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ সেলিম ও মোঃ মাহবুব। এসময় তাদের হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গত শুক্রবার (১০ মার্চ ২০২২) সন্ধা ৭:২০ টায় সবুজবাগ থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন ডিএমপি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দুইজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রি করার জন্য সবুজবাগ থানার কমলাপুর ফুটওভার ব্রীজের নিচে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ সেলিম ও মাহবুবকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।