ডিএমপি নিউজঃ রাজধানীর পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ শহিদ খান ও মো মিজান। এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ মে ২০২২) বেলা ০৩:০৫ টায় পুরানা পল্টনের ডিআইটি এক্স রোড থেকে তাদেরকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আফসার উদ্দিন খাঁন ডিএমপি নিউজকে জানান, মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য পুরানা পল্টন এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার পুরানো পল্টনের ডিআইটি এক্স রোডের সিটি স্টীলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ শহিদ ও মিজানকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির পল্টন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।