ডিএমপি নিউজঃ রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ২০০০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ ফারুক মোল্লা, মোঃ শাহাদাৎ হোসেন, রোজিনা বেগম, মোঃ মোর্শেদ আলম ও মোঃ শাওন মিয়া।
সোমবার (১৩ জুন ২০২২) বিকাল ৬:১০ টায় হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা ওয়ারী বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ শাহাবুদ্দীন আজাদ, পিপিএম জানান, কতিপয় মাদক কারবারি মগবাজার রেললাইনের দক্ষিণ পাশের নাসির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এর সামনে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফারুক, শাহাদাৎ, রোজিনা, মোর্শেদ ও শাওনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
হাতিরঝিল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।