ডিএমপি নিউজ: চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও ইয়াবা পরিবহণে ব্যবহৃত পিকআপসহ তিনজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সজীব(২২), মোঃ ইয়াছিন(৩২) ও মোঃ ওবাইদুর রহমান(৫০)।
এ সময় তাদের নিকট হতে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট , ১,০০,০০০ টাকা ও একটি পিকআপ উদ্ধার করা হয়।
১৪ জুলাই ২০১৮ তারিখ ভোর ০৪:৩০ টায় চান্দগাঁও থানাধীন শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার টেকনাফ থানা হতে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পিকআপে করে অভিনব কায়দায় কুঠুরী/চেম্বার তৈরী করে সু-কৌশলে ইয়াবা বহন করে চট্টগ্রামে নিয়ে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।