ডিএমপি নিউজঃ ইয়াবা, হেরোইন ও অন্যান্য মাদকদ্রব্যসহ দুইজন গ্রেফতার। আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে আটটার দিকে ৯ এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যৌথভাবে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার ছোটপুল কাচাঁবাজার এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম, মোছাঃ পারভীন আক্তার। তার বয়স ৪০ বছর। তার বাসা হালিশহর থানার ১৭ নং রঙ্গিপাড়া বাদশা মিঞার বাড়ি। গ্রেফতারের পর তার হেফাজত থেকে ১৯৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২০ বোতল ফেন্সিডিল ও ৬৫ ক্যান হালিকন বিয়ার উদ্ধার করা হয়।
দিনের অপর এক অভিযানে হেরোইনসহ আরো এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম,কাজলী বেগম (৩২)।
৩ এপিবিএন ও যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর যৌথ অভিযানে যশোর জেলা অভয়নগর থানার বুইকাড়া গোহাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার হেফাজত থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।