ডিএমপি নিউজঃ চট্টগ্রামে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক গ্রেফতার। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম, মোঃ আরমান@আরিফ@ছোটন@আব্দুল্লাহ আল নোমান@আরিফুল ইসলাম। তার বয়স ২৪ বছর। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া থানা এলাকায়। গ্রেফতারের পর তার হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
০৬ ডিসেম্বর,২০১৭ সন্ধ্যা ০৭ টা ৩৫ মিনিটের দিকে বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানার পাথরঘাটা আশরাফ আলী রোডস্থ পূরবী সিনেমা হল কাম শপিং কমপ্লেক্স এর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে কক্সবাজার এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে বিক্রি করত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে।
এ সংক্রান্তে তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।