আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার ফলে সংযুক্ত আরব আমিরাত যুদ্ধকবলিত ইয়েমেন থেকে বহু সেনা প্রত্যাহার করেছে। দু’ দেশের উত্তেজনা বেড়ে যাওয়ার পর এক রকম ভয় থেকে এমন সিদ্ধান্ত নেয় আমিরাত সরকার।
শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক এক পশ্চিমা কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পারস্য উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক উত্তেজনার কারণে আবুধাবি চাইছে সেনা ও অস্ত্র দেশের ভেতরে থাকুক। এজন্য ইয়েমেনে থেকে সেনা প্রত্যাহার করেছে দেশটি।
পশ্চিমা কূটনীতিক জানান, গত তিন সপ্তাহ ধরে আরব আমিরাত সরকার ইয়েমেন থেকে বহু সেনা প্রত্যাহার করেছে। সেনা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে আরব আমিরাতের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেন, তার সরকার ইয়েমেন থেকে সব সেনা প্রত্যাহার করবে না বরং সৌদি জোটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের যুদ্ধের হুমকি এবং ড্রোন পাঠিয়ে ইরানের আকাশসীমা লঙ্ঘন করার পর তা ভূপাতিত করার ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।