ডিএমপি নিউজঃ ই-মেইলে আপত্তিকর ছবি পাঠিয়ে চাঁদা দাবিকারী ০২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত দু’জনের নাম-মোঃ হাসিবুল হাসান ওরফে সেতু (২৯) ও সুব্রত কুমার পাল ওরফে সুজন (২৯) ।
ভিকটিম একজন মহিলা । তিনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সহপাঠী হাসিবুল হাসান সেতুর সাথে গোপনে বিয়ে করেন। কিন্তু সেই সংসার টেকেনি বেশিদিন । সংসার ভেঙ্গে যাওয়ার পর হাসিবুল আরেক সহপাঠী সুব্রতকে তাদের ব্যক্তিগত কিছু ছবি দেয়। সুব্রত তার আরেক বন্ধু জুয়েলসহ গত ২৪ আগস্ট’১৭ ভিকটিমের ই-মেইলে কিছু আপত্তিকর ছবি পাঠায় । তারা ভিকটিমের কাছে তিন লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার ভয় দেখায় । ভিকটিমের বর্তমান স্বামী ও আপন বড়বোনের কাছেও কুরুচিপূর্ণ ছবি পাঠায় হাসিবুল। সর্বমহলে অসম্মান ও হেয় প্রতিপন্ন হওয়ায় ২৮ আগস্ট’১৭ ভিকটিম রমনা মডেল থানায় একটি মামলা রুজু করেন।
মামলা রুজুর পর ২৮ আগস্ট’১৭ ডিবি (উত্তর) বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম রাজধানীর রমনা থানার বেইলী রোডস্থ কেএফসির সামনে থেকে সকাল সাতটার দিকে হাসিবুলকে গ্রেফতার করে এবং একই দিন মানিকগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে সুব্রত কুমারকে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারকৃত সুব্রতের কাছ থেকে প্রাপ্ত ল্যাপটপ ও মোবাইল ফোন থেকে ইনবক্সে আপলোডকৃত আপত্তিকর ছবিগুলো উদ্ধার করা হয়।
অপর পলাতক আসামী তানভির খান জুয়েলকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃতরা তাদের অপর সহযোগী জুয়েলের ব্যক্তিগত ই-মেইল থেকে ভিকটিমের ই-মেইলে বেশ কিছু আপত্তিকর ছবি পাঠানোর কথা স্বীকার করেছে।