আসন্ন ঈদুল আযহায় রাজধানী ঢাকাসহ সারাদেশে মুক্তি পেতে চলেছে ৩টি চলচ্চিত্র। এর মধ্যে ২টিতেই শাকিব–বুবলি জুটি অভিনয় করেছেন।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস সেক্রেটারী সোমেন্দ্র চন্দ্র রায় বলছিলেন, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ৩টি হচ্ছে– রূপরং চলচ্চিত্রের ‘রংবাজ’; তুষার কথাচিত্রের ‘অহংকার’ এবং শুভ টেলিফিল্মের ‘সোনাবন্ধু’।
তিনি বলেন, ‘রংবাজ’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আব্দুল মান্নান গাজীপুরী। এতে অভিনয় করেছেন শাকিব খান, বুবলি, নূতন, অমিত হাসান প্রমুখ। ‘অহংকার’ চলচ্চিত্রেও শাকিব–বুবলি জুটি অভিনয় করেছেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন লিটন।
সোমেন্দ্র আরো বলেন, পপি ও পরীমনি দুই নায়িকাকে দেখা যাবে ‘সোনাবন্ধু’ চলচ্চিত্রে। দুই নায়িকার বিপরীতে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন ডিএ তায়েব। ছবিটি পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম সুমন।