পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে ঈদুল ফিতর উপলক্ষে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিট এবং গাবতলী, কল্যাণপুর, টেকনিক্যাল, শ্যামলী, কলেজ গেট, মালিবাগ, সায়েদাবাদ, মহাখালীসহ বিভিন্ন স্থানের কাউন্টারে বাসের টিকিট বিক্রি শুরু হয়। এদিকে কাউন্টারগুলোতে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
হোক বৃষ্টি কিংবা প্রখর রোদ, লাইনে যেখানেই শেষ হোক না কেন দাঁড়িয়ে টিকেট কাটতে হবে। ইদে বাড়ি যেতেই হবে। তাইতো সকাল থেকে বিভিন্ন টিকিট কাউন্টার ঘুরে দেখা গেছে, বৃষ্টি উপেক্ষা করে ঈদে বাড়িফেরার জন্য অগ্রিম টিকিট সংগ্রহ শুরু করেছেন রাজধানীর অনেক মানুষ। যাত্রীদের সুবিধার্থে বেশ কয়েকটি বাস কাউন্টারের সামনে টানানো হয়েছে শামিয়ানা।
এদিকে কমলাপুর রেল স্টেশন ঘুরে দেখা যায়, প্রথমদিনের টিকিট বিক্রিতে দুপুর সোয়া বারোটার ভেতরই চট্টগ্রামগামী সুবর্ণ ও তূর্ণা এক্সপ্রেসের টিকিট শেষ হয়ে যায়।
প্রতিদিন ২৩টি কাউন্টার থেকে ৩১টি আন্তঃনগরসহ লোকাল কমিউটর ট্রেন মিলিয়ে মোট ৫৫ হাজার টিকিট বিক্রি হচ্ছে।
আগামীকাল ১৩ জুন ২২ জুনের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আর ১৪, ১৫ ও ১৬ জুন বিক্রি হবে যথাক্রমে ২৩, ২৪ ও ২৫ জুনের অগ্রিম টিকিট।
এদিকে ১৫ জুন থেকে শুরু হচ্ছে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি। আর লঞ্চের স্পেশাল সার্ভিস শুরু ১৯ জুন থেকে। এবার টার্মিনাল ভবনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে লঞ্চে ওঠার বিধান করা হয়েছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, ২২, ২৩ ও ২৪ জুনের টিকিটের চাহিদা বেশি।