বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের পরদিন রাত ১০টা ১০ মিনিটে একযোগে প্রচার হবে ‘ইত্যাদি’। বরাবরের মতো এবারও এ অনুষ্ঠান শুরু করা হয়েছে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি দিয়ে। এবারের ঈদ ইত্যাদিতে একটি বিষয়ভিত্তিক গান গেয়েছেন এন্ড্রু কিশোর। ‘ঈদে ঘরমুখী মানুষদের আনন্দ এবং সড়ক দুর্ঘটনা’- এই বিষয় নিয়ে একটি বক্তব্যধর্মী, সচেতনতামূলক নাচ রয়েছে দেশের খ্যাতিমান নৃত্যজুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপার পরিবেশনায়।
অনুষ্ঠানে একটি বিশেষ পর্বে থাকছেন শহীদুজ্জামান সেলিম, জাহিদ হাসান, মীর সাব্বির, চঞ্চল চৌধুরী ও অপূর্ব। এবারে তিনটি ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর করা মিউজিক্যাল ড্রামায় অংশ নিয়েছেন আজিজুল হাকিম, কুসুম শিকদার, ঈমন, নিরব ও দিনাত জাহান মুন্নী।
আরেকটি বিশেষ পর্বে থাকবেন অপি করিম, মিশা সওদাগর, আহমেদ রুবেল, তবিবুল ইসলাম ও দিলারা জামান। এবারের ঈদের ইত্যাদিতে একটি গানে অংশ নিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান, প্রীতম হাসান, কনা ও ঐশী। বরাবরের মতো বিদেশিদের নিয়ে এবারও রয়েছে একটি ব্যতিক্রমী আয়োজন।
প্রতি ঈদের মতো এবারো রয়েছে ব্যাপক আয়োজনে বিষয় ভিত্তিক দলীয় সংগীত। সে সঙ্গে নাচ। এসবের পাশাপাশি রয়েছে নিয়মিত মামা-ভাগ্নে ও নানী-নাতি পর্ব। আর রয়েছে ঈদকে ঘিরে ডজনখানেক বিদ্রূপাত্মক রসালো নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।