ছেলেধরার গুজবে ক’দিন আগে ঝড়ে গেছে অসংখ্য তাজা প্রাণ। আর সন্দেহর জালে জড়িয়ে সম্পর্ক বিচ্ছিন্ন ও নানা ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে। এবার টিভি পর্দায় উঠে আসবে তেমনই এক গল্প।
বর্তমান সময়ের অস্থিরতা, সন্দেহ-গুজব আর অব্যক্ত প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘হৃদয়ের চিলেকোঠায়’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশিরের চিত্রনাট্য ও পরিচালনায় থ্রিলারধর্মী এই ফিকশনে অভিনয় করেছেন আয়শা মুক্তি, শাহজাহান সম্রাট, কাজী রাজু, আব্দুর রহমান রাজীব, এসএম সজীব, শাফিয়ার রহমান, মানতাহা, জিয়াসহ আরও অনেকে।
৪০ মিনিটের ‘হৃদয়ের চিলেকোঠায়’ ফিকশনের সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ, চিত্রগ্রহণ করেছেন সমর ঢালী ও সম্পাদনায় ছিলেন সাব্বির মাহমুদ। এটি প্রযোজনা করেছে ক্রিয়েটিভ ফিল্মস। নির্মাতা জানান, কোরবানির ঈদে এটি প্রচার হবে এটিএন বাংলায়।