‘ফিমেল’ এবং ‘ফিমেল ২’ নাটকের পর এবার ঈদে ব্যাটারির গলির সেই সব বাসিন্দাদের গল্পে ‘ফিমেল ৩’ বানিয়েছেন নির্মাতা অমি। ইতোমধ্যে শুটিং শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট প্রডাকশনের কাজ। নাটকটির ১০ জন অভিনেতাকে নিয়ে মঙ্গলবার একটি পোস্টার প্রকাশিত হয়েছে!
পোস্টারে আছেন পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, মারজুক রাসেল, মুসাফির বাচ্চু, শিবলু, শিমুল, পাভেল, শরাফ আহমেদ জীবন এবং সুমন পাটোয়ারি।
ইউটিউব থেকে কোটি দর্শক ফিমেল-এর দুই কিস্তি দেখেছে। তাদের কাছে এর প্রতিটি চরিত্রই উপভোগ্য। নতুন কিস্তি নিয়ে দর্শকদের প্রত্যাশা, ফিমেল ৩ দর্শকদের মাতাবে! পরিচালক অমি বলেন, সেই চরিত্রগুলো এখন কে কী করছে কোথায় কেমন আছে সেগুলো নিয়ে কাজ করবো। ‘ফিমেল ৩’ ঈদের চতুর্থদিন দুপুর ২টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে। পরে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে দেখা যাবে।