কোরবানির ঈদে রেলপথে প্রতিদিন ২ লাখ ৬০ হাজার যাত্রীর সুষ্ঠু ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ট্রেনের ১ হাজার ২৯৬ টি কোচ চলাচল করবে।
গত বছরের চেয়ে এ বছর কোচের সংখ্যা ৭৪টি বাড়নো হচ্ছে। ২০১৬ সালের কোরবানির ঈদের সময় মোট ১ হাজার ২শ’ ২২টি কোচ চলাচল করেছে।
পূর্বাঞ্চলে ১শ’ ১৬টি ও পশ্চিমাঞ্চলে ১শ’ ১১টি মিলিয়ে মোট ২২৯টি লোকোমোটিভের (রেল ইঞ্জিন) মাধ্যমে এসব কোচ চালানো হবে। গত বছর কোরবানির ঈদের সময় ২শ’ ২৭টি লোকোমোটিভ চলাচল করে।
কোরবানির ঈদ উপলক্ষে রেলপথ মন্ত্রী মুজিবুল হক আজ রাজধানীতে রেল ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান।
যাত্রীবাহী ট্রেন চলাচলের সুবিধার্থে ঈদের ৩ দিন আগে থেকে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া কোন গুডস ট্রেন চলাচল করবে না উল্লেখ করে রেলমন্ত্রী বলেন,ঈদ-উল-আজহার দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল-এক্সপ্রেস ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোন আন্তঃনগর ট্রেন চলবে না।
তিনি ট্রেনযাত্রা নিরাপদ করার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে বলেন, চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধকল্পে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ ছাড়া স্থানীয় পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
রেলমন্ত্রী জানান, ঈদ ফেরত যাত্রীদের ভ্রমণের জন্য অগ্রিম টিকেট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় আগামী ২৫ আগস্ট থেকে বিক্রি করা হবে।
তিনি বলেন, ঈদে ট্রেনযাত্রায় যাত্রীদের সুবিধার্থে আগামী ২৯ আগস্ট হতে রাজশাহী-ঢাকা-রাজশাহী এবং পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুরের মধ্যে ২ জোড়া বিশেষ ট্রেনসহ মোট ৭ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ৩ সেপ্টেম্বর পর্যন্ত এসব ট্রেন চলবে বলে তিনি উল্লেখ করেন।