ডিএমপি নিউজঃ আসন্ন ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত আরামদায়ক ও নির্ঝঞ্জাট করতে রাস্তায় পুরাতন লক্কর-ঝক্কর গাড়ি না নামাতে আহবান জানিয়েছেন ডিএমপি কমিশনার।
রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আজ ১৫ জুন’১৭ বেলা ১১.৩০ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের আয়োজনে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে মতবিনিময় সভায় গাড়ির মালিকদের উদ্দেশ্যে একথা বলেন ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েশনের চেয়ারম্যান মোঃ ফারুক তালুকদার সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন- গাবতলী বাস টার্মিনাল দেশের বড় টার্মিনাল। ঈদকে সামনে রেখে লাখ লাখ মানুষ ঘরমুখী হবেন আবার ফিরেও আসবেন এই টার্মিনাল থেকে। আমরা ধারণা করছি ঈদে প্রায় ৩০ লক্ষ যাত্রী গাবতলী বাস টার্মিনাল হতে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করবেন। ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘেœ করার লক্ষ্যে আমরা এই মতবিনিময় সভার আয়োজন করেছি। ঈদের এক সপ্তাহ আগে থেকে টার্মিনাল ও শপিংমল কেন্দ্রীক নিরাপত্তা আরও জোরদার করার ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন- রোজাদারদের ইফতারের আগে বাড়ি ফেরানোর জন্য ডিএমপি’র ট্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করছে। নগরবাসীকে গন্তব্যে পৌঁছানোর জন্য প্রতিদিন ৪০০-৫০০ পুলিশ সদস্য শুধুমাত্র পানি আর খেজুর দিয়ে রাস্তায় ইফতার করছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। যতবড়ই প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন আমরা আমাদের দায়িত্ব থেকে এক পাও সড়বো না। ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজির মত অপরাধের সংখ্যা আমরা জিরোতে আনতে পেরেছি। রোজার ১৯ দিনেও ঢাকা শহরে কোন বড় ধরণের ছিনতাই ডাকাতির ঘটনা ঘটেনি। মানুষ নিশ্চিন্তে ও নিরাপদে টাকা নিয়ে ব্যাংকে ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাতায়াত করছে।
কমিশনার আরও বলেন- অজ্ঞান ও মলম পার্টির দৌরাত্ম্য নাই বললেই চলে। আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। আমাদের থানা ও গোয়েন্দা পুলিশ প্রতিনিয়ত এই চক্রের সদস্যদের গ্রেফতার করছে। অজ্ঞান ও মলম পার্টির খপ্পরে যাতে সাধারণ মানুষ না পড়তে পারে সেজন্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাস টার্মিনাল, রেল স্টেশন, লঞ্চ ঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক ডকুমেন্টরি প্রদর্শন করা হচ্ছে।
গাড়ির মালিক ও শ্রমিকদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন- কোন রকম যাত্রীদের হয়রানি করা যাবে না। যদি কেউ যাত্রীদের টানাটানি করে গাড়িতে উঠানোর চেষ্টা করে তাকে আইনের আওতায় আনা হবে। ঈদে ঘরমুখী মানুষের কাছ থেকে কোন অবস্থায় নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। অতিরিক্ত ভাড়া আদায়ে মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা আছে। আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন। আপনাদের নিরাপত্তা প্রদানে ডিএমপি সবসময় আপনাদের পাশে থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ মিজানুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মোসলেহ আহমেদসহ ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তা ও মালিক- শ্রমিক নেতৃবৃন্দ।