এবার ঈদেও সাত পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা যাবে আনিকা কবির শখকে। সাগর জাহানের রচনা ও পরিচালনায় ‘মেরিড লাইফে অ্যাভারেজ আসলাম’ নামের নাটকে অভিনয় করেছেন তিনি।
গতকাল থেকে রাজধানীর লক্ষ্মীবাজারে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। নাটকে শখ অভিনয় করছেন পারিহা চরিত্রে। শখ বলেন, ‘সাগর জাহানের নিদের্শনায় কাজ করা আনন্দের।
তা ছাড়া সহশিল্পী হিসেবে সঙ্গে যখন মোশাররফ করিম, তখন কাজটা দারুণ উপভোগ করি। আসছে ঈদে এটি বাংলাভিশনে প্রচার হবে।’ এ ছাড়া আসছে ঈদে শখের বেশ কয়েকটি নাটক ও টেলিছবি প্রচার হবে।